ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরমাণু নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতি দিয়েছেন কিম

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরমাণু নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতি দিয়েছেন কিম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশকে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল ফেস দ্য ন্যাশন অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার এ তথ্য জানিয়েছে।

চলতি মাসের প্রথম দিকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছিলেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে উত্তর কোরিয়া সম্মত হয়েছে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে সম্মতি প্রকাশ করেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কাইয়ুং ওহা জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের কাছে পরমাণু নিরস্ত্রীকরণের শর্তের বিষয়টি সুস্পষ্টভাবে জানতে চেয়েছিল। কিম ‘এ ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।’

তিনি বলেন, ‘তিনি কথা দিয়েছেন এবং উত্তর কোরিয়ার নেতার কাছ থেকে প্রথমবারের মতো সরাসরি এই প্রতিশ্রুতি পাওয়া গেল।’

এদিকে , ট্রাম্প ও কিমের মধ্যে পরমাণু সম্মেলনকে কেন্দ্র করে রোববার ফিনল্যান্ডে গিয়েছেন উত্তর কোরিয়ার এক কূটনীতিক। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়