ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পরিবর্তন || অসীম সাহা

অসীম সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১৩ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিবর্তন || অসীম সাহা

অসীম সাহা

 

 

 

 

 

 

 

 

 

 

 

তোমার দেহের মধ্যে ঢুকে গেছে যন্ত্রণার গুপ্ত টাইটানিক;

জলের অতল থেকে দ্রুত বেগে উঠে আসছে ক্রুদ্ধ ডিনামাইট

আকস্মিক বিস্ফোরণে জেগে উঠে কাঁপাচ্ছে পৃথিবী!

 

কর্ণফুলীর মিল কিছুই বোঝে না!

দিস্তা দিস্তা শাদা পাতা প্রতিদিন উগড়ে দিলে

হৃদয়ের অনুরাগ ছাপা হয় মাধবীর মনে!

চশমার কাচ ঘষে সীতানাথ বসাকের হাত থেকে

নেমে আসে প-বর্গীয় ধ্বনির উচ্ছ্বাস!

কোমল ম-এর কাছে আর্তনাদ পৌঁছে যায়

প্রথাগত শিক্ষকের শাদামাটা পরীক্ষার নগ্ন কেমিস্ট্রিতে!

 

হৃদয়ের ট্রেডমার্ক নেই!

তাই তার অবিরাম ব্যবসা জমে না।

শপিংমলের কাছে পজিশন বিক্রি করে উজ্জ্বল মধ্যরাতে

যে দোকানি চলে যায়-

তার কাছে কমিশনে হৃদয়ের বিকিকিনি কিছুতে চলে না!

 

বাতাবিলেবুর মতো কোমল কান্নার সুরে

ঝরে যায় মহুয়ার মন;

মাধবীলতার বনে জ্বলে ওঠে প্রতারক আগুনের

মোহ্যমান শিখা!

 

এই দৃশ্য দেখে দেখে মহাপ্রাণ ধ্বনিগুলো

আদর্শলিপির সব পাতা থেকে সরে গিয়ে ভাষা পায়

প-বর্গীয় ধ্বনির রেখায়;

আর মৃদুলকান্তির এক স্বরলিপি আশ্রয়ের সন্ধানে

সরল বিশ্বাস নিয়ে ঢুকে যায় অসীমের চিরন্তন অগ্নিশিখায়!

 

 অলংকরণ : অপূর্ব খন্দকার

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৬/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়