ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রামপাল প্রকল্প দ্রুত বাস্তবায়ন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ৩ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রামপাল প্রকল্প দ্রুত বাস্তবায়ন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট : রামপাল বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

 

শনিবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের যুগপূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেছেন, রামপাল প্রকল্প নিয়ে ইউনেসকোর উদ্বেগের জবাব দেওয়া হয়েছে। ইউনেসকোর উদ্বেগ জানিয়ে দেওয়া প্রতিবেদন রামপাল প্রকল্প বাস্তবায়নে বাধা হবে না।

 

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আরো বলেন, দেশে প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদা বাড়ছে। পদ্মাসেতু বাস্তবায়িত হলে বিদ্যুতের চাহিদা আরো বাড়বে। বিদ্যুতের চাহিদা মেটাতে রামপাল প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ প্রকল্পে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় পরিবেশের কোনো ক্ষতি হবে না।

 

 

রাইজিংবিডি/সিলেট/৩ ডিসেম্বর ২০১৬/কামাল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়