ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাকিস্তানে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ২৯ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে রেডিও-টেলিভিশনে জন্মনিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান ইলেকট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রণ সংস্থা (পিমরা) এ তথ্য জানিয়েছে।

 

‘নির্দোষ শিশুদের’ মধ্যে এ ধরনের বিজ্ঞাপন কৌতূহল জাগিয়ে তুলছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

 

এর আগে গত বছর পাকিস্তানে জস নামে একটি ব্র্যান্ডের কনডমের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছিল। এটিকে তখন ‘অনৈতিক’ বলে বর্ণনা করা হয়েছিল।

 

পাকিস্তান বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশ। দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৯২ শতাংশ। জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ব্যবহার দেশটিতে এমনিতেই অনেক কম। গত বছর এসব সামগ্রীর ব্যবহার ৭ দশমিক ২ শতাংশ কমেছে।

 

এই ঘোষণার মাধ্যমে সরকার পরিচালিত পরিবার পরিকল্পনা কার্যক্রম ব্যাহত হবে কি না, সে ব্যাপারে কিছুই বলা হয়নি। দেশটির বিভিন্ন প্রদেশে স্থানীয় সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রম চালিয়ে থাকে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৬/শাহেদ/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়