ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পাকিস্তানে বাসে বন্দুকধারীদের হামলায় নিহত ১৯

দিলারা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৯, ৩০ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে বাসে বন্দুকধারীদের হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। তাদের গুলিতে নিহত হয়েছেন ১৯ জন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

 

শুক্রবার রাতে বেলুচিস্তানের মাসতুঙ্গ এলাকায় এ ঘটনা ঘটে।

 

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে বেলুচিস্তানের পিশিন থেকে করাচিগামী দুটি বাসের যাত্রীদের অপহরণ করেছিল বন্দুকধারীরা। পরে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। খবর পাওয়ার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় তারা ১৯টি লাশ উদ্ধার করে এবং অপহৃত পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হয়।

 

বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ আহমেদ বুগতি বলেছেন, বন্দুকধারীরা বাসের যাত্রীদের পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে ১৯ জনকে গুলি করে হত্যা করে। এ সময় হামলাকারী নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম পরা ছিল বলে জানান তিনি।

 

তিনি জানান, খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায় এবং ১৯টি লাশ উদ্ধার করে। এ ছাড়া অপহৃতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হয়। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে বলেও জানান তিনি। তাই এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৫/দিলারা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়