ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল (ছবি : ফাইল ফটো)

মানিকগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল।

 

রোববার সকাল ৮টা  থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, মধ্য রাত থেকে নদীতে কুয়াশা পড়ছিল। পরে এর তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ভোর ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় তীরে ভিড়তে না পেরে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকে ছিল ছোট বড় ৪টি ফেরি। সকালে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

 

 

 

 

রাইজিংবিডি/মানিকগঞ্জ/৭ ফেব্রুয়ারি ২০১৬/আশরাফুল আলম লিটন/দিলারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়