ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষতিপূরণের টাকা প্রদান

এম এ রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৭ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষতিপূরণের টাকা প্রদান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের প্রায় ৬৫ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাজধানীর মগবাজার শাহনুরী হাই স্কুল মাঠে অস্থায়ী ক্যাম্প তৈরি করে এ অর্থ প্রদান করা হয়।

 

প্রায় ১০০ জনকে ৪৭টি চেকের মাধ্যমে ওই টাকা বিতরণ করেছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।

 

এ সময় ঢাকা জেলা প্রশাসক বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা কয়েক ধাপে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।

 

তিনি আরো বলেন, অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ সেবার টাকা যাতে ক্ষতিগ্রস্তরা দালাল ও হয়রারনিমুক্তভাবে স্বল্পসময়ে পান, সেজন্য জেলা প্রশাসন এ প্রকল্পের সব টাকা জনগণের দোরগোড়ায় গিয়ে অন দ্য স্পটে হাতে হাতে বিতরণ করা হবে। কারণ, আমার কাছে তথ্য ছিল, একটি অশুভ চক্র ভয়ভীতি দেখিয়ে আপনাদের এই ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল।

 

আজ চতুর্থ ধাপে ৬৫ কোটি প্রদানের আগে বিভিন্ন ধাপে বিভিন্ন মৌজায় আরো প্রায় ১৫০ কোটি টাকা প্রদান করা হয়েছে।

 

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. আল মামুন, ঢাকা জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মির্জা মুরাদ হাসান বেগ, তেজগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাদির মিয়া, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরামর্শক মো. আক্তার হোসেন এবং রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোখলেছুর রহমান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৬/এম এ রহমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়