ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পানি নেই কেন্দ্রীয় কারাগারে

জিসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৮ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পানি নেই কেন্দ্রীয় কারাগারে

উজ্জল জিসান : ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে পানি নেই। পানির অভাবে হাজার হাজার বন্দী মানবেতর জীবনযাপন করছেন। তবে কারা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি বিশ্বস্ত সূত্র রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছে।

 

ওই সূত্র জানায়, কেন্দ্রীয় কারাগারে পানিসংকটে হাজতিসহ সব কয়েদীকে সমস্যায় পড়তে হচ্ছে। কেউ অজুর জন্য পানি পাচ্ছেন না। কেউ কেউ খেতে পারছেন না। গোসলসহ জরুরি কাজেও পানি পাওয়া যাচ্ছে না। এমনকি কারাগারের ভেতরে দায়িত্বরত কারারক্ষীরাও পানিসংকটে ভুগছেন। জীবন বাঁচাতে বাইরে থেকে পানি কিনে খাচ্ছেন তারা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, ‘বুধবার রাত সাড়ে ১০টার পর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পানি সরবরাহ নেই। বন্দীরা রাতের বেলায় বাথরুমে গিয়ে পানি না পেয়ে অনেক চিৎকার চেঁচামেচি করেছেন। জেল আইন অনুযায়ী, সকালের মধ্যেই বন্দীদের গোসল করতে হয়। সকাল হলেই বন্দীরা বাথরুমে যেতে শুরু করেন।’

 

ওই কর্মকর্তা জানান, বিষয়টি উপরমহলে জানানো হলে দিনের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু সকাল থেকে বিকেল, এমনকি সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সমস্যার সমাধান হয়নি। সমস্যা কোথায় তা-ও চিহ্নিত করা হয়নি।

 

ওই কর্মকর্তা আরো জানান, যাদের টাকা আছে, তারা পানি বাইরে থেকে কিনে নিচ্ছেন। কিন্তু এভাবে আর কতক্ষণ। বিশেষ করে যারা রোগী, তাদের অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। এরই মধ্যে অনেক রোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জেলগেট থেকে এক হাজতীর আত্মীয় রাইজিংবিডিকে বলেন, ‘দেখা করতে এসেছিলাম। দেখাও হয়েছে। তবে পানি সমস্যার কথা শুনে নতুন করে তার নামে ১০ লিটার পানি পাঠিয়েছি। আমার মতো আরো অনেকে পানি পাঠানোর ব্যবস্থা করেছে। কেনা পানি দিয়ে নাহয় খাবার হবে। কিন্তু বাথরুম সারবে কীভাবে। খুব তাড়াতাড়ি পানি সমস্যার সমাধান না হলে অবস্থা ভয়াবহ আকার ধারণ করবে।’

 

বৃহস্পতিবার সারা দিন কারাগারের ভেতরে দায়িত্ব পালন করেছেন, এমন একজন কারারক্ষী বলেন, ‘ দায়িত্ব পালন করার সময় সারা দিন পানি ছিল না। তবে রাতে পানি এসেছে কি না তা বলতে পারব না। এই সমস্যা সমাধান জরুরি হয়ে পড়েছে।’

 

বিষয়টি জানতে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবিরকে ফোন করা হলে তিনি জানান, ‘গতকাল রাতে পানির সমস্যা হয়েছিল। আজ সকালে দিকে মোটর ঠিক করে তা সমাধান করা হয়েছে। এ ধরণের অভিযোগ যারা করেছেন, তারা মিথ্যা বলেছেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৫/জিসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়