ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পালমিরায় ২০ জনকে হত্যা করেছে আইএস

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৬, ২৮ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পালমিরায় ২০ জনকে হত্যা করেছে আইএস

পালমিরার জাদুঘরে উড়ছে আইএসের পতাকা, এখানে ২০ জনকে হত্যা করেছে তারা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সরকারি বাহিনীর হয়ে যুদ্ধ করার দায়ে পালমিরা শহরে ২০ ব্যক্তিকে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস)।

 

সিরিয়ায় কাজ করা লন্ডনভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, পালমিরায় অবস্থিত ঐতিহ্যবাহী রোমান থিয়েটারে লোকজন জড়ো করে তাদের সামনে ২০ জন সিরীয়কে গুলি করে হত্যা করেছে আইএস। সিরিয়ার হয়ে যুদ্ধ করার জন্য তাদেরকে হত্যা করা হয়।’

 

আবদেল রহমান আরো জানান, পালমিরার মাটিতে আইএস তাদের শক্তি দেখাতে অনেক লোকজন ডেকে এনে তাদের সামনে গুলি করে ওই ব্যক্তিদের হত্যা করে।’

 

ইরাক ও সিরিয়ায় দখল করে নেওয়া অঞ্চলে হত্যা, খুন, ধর্ষণ, শিরñেদ চালিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে আইএস।

 

সিরিয়ার প্রাচীন নির্দশনবিষয়ক পরিচালক মামুন আবদুল করিম বলেছেন, ‘যদি ওই ২০ ব্যক্তিকে হত্যা করার খবর সত্যি হয়, তবে ধরে নিতে হবে, প্রাচীন ঐতিহ্যের শহর পালমিরায় আইএসের বর্বতা শুরু হয়ে গেছে।’

 

তিনি আরো বলেন, ‘রোমান থিয়েটারে হত্যাকা- ঘটানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়, তারা (আইএস) মানবতার শত্রু।’

 

উল্লেখ্য, নয় দিন টানা যুদ্ধের পর সিরিয়ার সরকারি বাহিনীকে হঠিয়ে ২১ মে পালমিরা দখল করে আইএস। ইউনেস্কো ঘোষিত পালমিরা ‘বিশ্ব ঐতিহ্য’ তাদের দখলে চলে যায়।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৫/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়