ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাহাড়ে ঝুঁকিপূর্ণ শতাধিক বসতি উচ্ছেদ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাহাড়ে ঝুঁকিপূর্ণ শতাধিক বসতি উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকার শতাধিক বসতি উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আজ রোববার সকাল থেকে দিনভর অভিযান চালিয়ে এ সব বসতি উচ্ছেদ করা হয়। বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ জোবাইর আহমেদ।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার জোবাইর রাইজিংবিডিকে জানান, পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় শতাধিক পরিবার বসবাস করে আসছিল। অভিযানে এ সব বসতির গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উচ্ছেদ করা হয়। এর আগে মাইকিং করে অবৈধ স্থাপনা ও বসতঘর সরিয়ে নিতে প্রচারণা চালানো হয়।

পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ এপ্রিল ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়