ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুঁজিবাজারের অনিশ্চয়তাকে মেনে নিতে হবে : মশিউর

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৫ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুঁজিবাজারের অনিশ্চয়তাকে মেনে নিতে হবে : মশিউর

অর্থনৈতিক প্রতিবেদক : প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, ‘পুঁজিবাজারের অনিশ্চয়তাকে মেনে নিয়েই বিনিয়োগ করতে হবে। তবে বুঝে-শুনে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা উচিত। আর যারা পুঁজিবাজারে কারচুপির সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।’

 

সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বণিকবার্তা আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতি ও পুঁজিবাজারের সমৃদ্ধি’ বিষয়ক সম্মিলন-২০১৫ তে তিনি এ কথা বলেন।

 

সম্মিলনে মূল প্রবন্ধ তুলে ধরেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন।
ড. মশিউর রহমান বলেন, ‘যারা পুঁজিবাজারে বিনিয়োগ করেন, তাদের বেশিরভাগই ব্যাংকঋণের ওপর নির্ভরশীল। বিনিয়োগকারীর নিজস্ব উৎস কত তা আমরা দেখি না। নিজের উৎস থেকে আসলেও তা জমি বা আগের কোনো সম্পত্তি থেকে আসে। কিন্তু দেখা যায়, জমির দামও তিন বছরে দ্বিগুন হয়ে যায়।’

 

তিনি বলেন, ‘ব্যাংক ঋণের ওপর নির্ভর করা দোষের কিছু না। আমরা শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ নিতে পারি এবং ব্যবসাকে বড় পরিসরে পরিচালনা করতে পারি।’

 

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. এম এ মান্নান বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্কারমূলক কর্মকা-ের ফলে পুঁজিবাজারে অবস্থা এখন তুলনামূলক ভালো। মার্কেট সম্পর্কে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। আশা করি, ডিমিউচুয়ালাইজেশনের মাধ্যমে ভবিষ্যতে মার্কেটের অবস্থা ভালো হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে জেনে-শুনে বিনিয়োগ করা।’

 

তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বলেন, ‘পুঁজিবাজারে তারল্য বুঝে বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে হবে। পাশাপাশি ঝুঁকির বিষয়ও মাথায় রাখতে হবে।’

 

তিনি আরো বলেন, ‘বাজারের পরিধি বৃদ্ধি করতে সরকারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংককে একটি শক্ত ভূমিকা পালন করতে হবে।’

 

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) চেয়ারম্যান ড. খায়রুল হোসেন বলেন, ‘আজ সবচেয়ে দুর্বলতার বিষয় হচ্ছে, বিনিয়োগকারী ও পলিসি মেকারদের সমন্বয়ের অভাব। এর ফলে বিনিয়োগকারীরা ১০ টাকার শেয়ার ৭০ টাকায় কেনেন, আবার ৭০ টাকার শেয়ার ১০ টাকায় নেমে আসে। এজন্য মার্কেটকেই সিদ্ধান্ত নিতে হবে। যাতে মানুষ গুজবের ভিত্তিতে শেয়ার কেনা-বেচা না করে।’

 

ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, ‘পুঁজিবাজারে সবার মধ্যে একটা প্রবণতা দেখা গেছে- অল্প সময়ে কীভাবে লাভবান হওয়া চেষ্টা। বিনিয়োগকারীদের এটা থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে পুঁজিবাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে।’

 

সম্মিলনে দৈনিক বণিকবার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা, সিএসইর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নূরুল ফজল বুলবুল, এসইসির প্রাক্তন চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৫/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়