ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুরো সিরিয়া পুনর্দখলের অঙ্গীকার বাশারের

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুরো সিরিয়া পুনর্দখলের অঙ্গীকার বাশারের

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

আন্তর্জাতিক ডেস্ক : বিবদমান পক্ষগুলোর মধ্যে শান্তি আলোচনার আন্তর্জাতিক উদ্যোগ সত্ত্বেও বিদ্রোহীদের কাছ থেকে পুরো সিরিয়া পুনর্দখলের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। পুরো সিরিয়া পুনর্দখল না করা পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন বাশার।

 

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাশার এ কথা বলেছেন। শুক্রবার এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

 

মাত্র কয়েক মাস আগেও প্রেসিডেন্ট বাশার বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল অবস্থানে ছিল। গত বছরের শেষ দিকে রাশিয়ার জঙ্গিবিমানগুলো সরকারি বাহিনীর সমর্থনে বিদ্রোহীদের অবস্থানের ওপর হামলা চালাতে শুরু করার পর যুদ্ধের মোড় ঘুরে যায়। এরপর সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে অনেক জায়গা দখল করে নিতে শুরু করে।

 

বাশার বলেন, তার সরকারের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে উগ্র সন্ত্রাসীদের হাত থেকে পুরো দেশ মুক্ত করা। এ লক্ষ্য কত দিনে অর্জন করা সম্ভব হবে সেটি বড় কথা নয়; তবে কোনো দ্বিধা ছাড়াই সেনাবাহিনী সে প্রচেষ্টা চালাবে।

 

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার স্বীকার করেছেন,  বিরোধীদের পুরোপুরি পরাস্ত করতে সরকারি বাহিনীর দীর্ঘ সময় লাগতে পারে। সিরিয়া নিয়ে শান্তি আলোচনার যে আন্তর্জাতিক উদ্যোগ চলছে তাকে অবশ্য সমর্থন করেছেন তিনি। তবে এই ‘শান্তি আলোচনার প্রক্রিয়া মানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বন্ধ করা নয়’ বলে দাবি করেছেন তিনি।

 



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শাহেদ/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়