ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পুলিশ অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছে : মনিরুল

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৪ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশ অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছে : মনিরুল

নিজস্ব প্রতিবেদক : পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, বিএনপির নেতাকর্মীদের হামলা-আক্রমণ পুলিশ অনেক ধৈর্য্য সহকারে মোকাবিলা করেছে। হামলায় পুলিশের প্রায় ১০ জন আহত হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঘটনাস্থলে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘পুলিশ শুধু তাদের রাস্তায় থেকে সরে যেতে বলেছিল। কেননা, রাস্তায় যানচলাচল বন্ধ থাকায় মানুষের নানা দুর্ভোগ হতে থাকে। এ কারণে পুলিশ বিএনপির নেতাকর্মীদের এ কথা বলেছিল। কোনো ধরনের উস্কানিও দেওয়া হয়নি। অথচ তারা পুলিশের ওপর হামলা করেছে। ইট-পাটকেল নিক্ষেপে পুলিশ সদস্যরা আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। যেন ছত্রভঙ্গ হয়ে প্রধান কার্যালয়ে চলে যায়। একই সঙ্গে পুলিশ ধৈর্য্য সহকারে পরিস্থিতি সামলা দিতে অনেক চেষ্টা করেছে। তারপরও তারা পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেয়।’

উল্লেখ্য, বিএনপির মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের মধ্যেই বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা।



রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়