ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গফ-নারিনের রেকর্ড ভাঙলেন মিশ্র

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৫, ৩০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গফ-নারিনের রেকর্ড ভাঙলেন মিশ্র

উইকেট শিকারের পর সতীর্থদের সঙ্গে অমিত মিশ্র

ক্রীড়া ডেস্ক : অমিত মিশ্রর ঘূর্ণি-জাদুতে বিশাখাপত্তনমে কাল সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে ভারত।

 

ভারতের করা ২৬৯ রানের জবাবে নিউজিল্যান্ড মাত্র ২৩.১ ওভারে অলআউট হয়েছে ৭৯ রানে। ১৯০ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ মহেন্দ্র সিং ধোনির দল জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে।

 

৬ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অমিত মিশ্র, সিরিজসেরাও হয়েছেন এই লেগ স্পিনার।

 

পাঁচ ম্যাচে মিশ্র উইকেট নিয়েছেন মোট ১৫টি, যা নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো বোলারের সর্বোচ্চ উইকেট। মিশ্র ভেঙে দিয়েছেন ড্যারেন গফ ও সুনীল নারিনের রেকর্ড।

 

২০০২ সালে পাঁচ ম্যাচে ইংলিশ পেসার গফ নিয়েছিলেন ১৩ উইকেট। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার নারিনও পাঁচ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। এবার ১৫ উইকেট নিয়ে তাদের ছাড়িয়ে গেলেন মিশ্র।

 

সেই সঙ্গে এটি পাঁচ ম্যাচের সিরিজে কোনো ভারতীয় বোলারের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট। সর্বোচ্চও মিশ্ররই, ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে এই লেগ স্পিনার নিয়েছিলেন ১৮ উইকেট।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়