ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পৃথিবীর যে স্থানগুলোতে রয়েছে নরকের দরজা!

সাদিয়া ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২৭ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পৃথিবীর যে স্থানগুলোতে রয়েছে নরকের দরজা!

ছবির কোলাজ

সাদিয়া ইসলাম : বছরের পর বছর ধরে মানুষ বিশ্বাস করে আসছে এই পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যা স্বর্গের সঙ্গে সম্পর্কিত। স্থানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে স্বর্গের। এর বিপরীত ধারণায়ও বিশ্বাস করেন কেউ কেউ। যুগ যুগ ধরে তাদের বিশ্বাস, পৃথিবীর বেশ কিছু স্থানের ধার কাছ দিয়ে শুরু হয়েছে নরকে যাওয়ার রাস্তা। এ সব বিশ্বাস বা ধারণার কোনো ভিত্তি বা যুক্তি না থাকলেও তা মানুষ মেনে আসছে অন্ধভাবে; বৈজ্ঞানিকভাবে যার কোনো স্বীকৃতি নেই। এমন কয়েকটি স্থানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে এই প্রতিবেদনে। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসে রূপ নেওয়া এমন কিছু স্থানের কথা যা নরকের দরজা হিসেবে পরিচিতি পেয়েছে।

হিয়েরাপোলিসের প্লাউটোলিয়ন
১৯৬৫ সালে বর্তমান তুরস্কের পামুক্কালের কাছে এমন একটি স্থানের খোঁজ পান অনুসন্ধানকারীরা যার সঙ্গে ধর্মীয় কোনো বিষয়ের যোগাযোগ রয়েছে বলে মনে করা হয়। এর সঙ্গে যোগ হয় কিছু প্রমাণ ও গবেষণা। বিশেষ করে সেখান থেকে পাওয়া প্রচীন জিনিসপত্র ও বলি দেওয়ার নিদর্শন সবাইকে মনে করিয়ে দেয় পূর্বের কোন এক জাতির কথা যারা কিনা এখানে নিজেদর দেবতাকে তুষ্ট করার জন্যে প্রাণি হত্যা করতেন। কিন্তু কারা তারা? আর কি-বা এই দেবতার নাম? অনেক অনুসন্ধানের পর অবাক করা এক বিষয় বেড়িয়ে আসে এ স্থানটি সম্পর্কে। আর সেটি হচ্ছে এটি ছিল অনেক আগের হিয়েরাপোলিস নামক এক প্রাচীন শহরের ভেতরকার একটি স্থান, প্লাউটোলিয়ন।

 



রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৫/রাশেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়