ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্যদের বকেয়া প্রদানের দাবি

‌আসাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্যদের বকেয়া প্রদানের দাবি

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্যদের এক বছরের বকেয়া সম্মানী ভাতা প্রদানের দাবি জানিয়েছেন সংরক্ষিত আসনের সদস্যরা।

 

রোবাবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

 

এ সময় নেতৃবৃন্দ বলেন, সারা দেশের উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যরা এক বছর ধরে সম্মানী ভাতা পায় না। এ ছাড়া সংরক্ষিত সদস্যদের যথাযথ মর্যাদা থেকে বঞ্চিত। বকেয়া সম্মানী দ্রুত প্রদানের দাবি জানান তারা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা পরিষদে বসার ব্যবস্থা করা হয়নি। তারা দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি জানান।

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য শাহিনা খাতুনের সভাপতিত্বে এ সময় নারী সদস্য লায়লা আলিম,   নাছিমা সিদ্দিকা, সায়মা আক্তার সদর, মেহেরুন নেছা, শাহনাজ পারভিন, জাকিয়া সুলতানা, মায়া বেগম, শাহনাজ বেগম, মুক্তা বেগম, ইয়াসমীন বেগম, সুফিয়া ইসলাম, রওশান আরা, রেবা আক্তার, ববি আক্তার, আলেয়া বেগম, মাকসুদা বেগম, হাওয়া বেগম, নাসিমা বেগম, শামিমা বেগম, আছিয়া বেগম, মাফিয়া বেগম, শাহজাদি বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

 

রাইজিংবি‌ডি/ঢাকা/১১ ডি‌সেম্বর ২০১৬/‌আসাদ/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়