ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রকাশ্যে চুমু খাওয়া প্রতিহত করবে ওলামা লীগ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রকাশ্যে চুমু খাওয়া প্রতিহত করবে ওলামা লীগ

নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে চুমু খাওয়া প্রতিহত করার ঘোষণা দিয়েছে ওলামা লীগ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।

 

ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, ‘সমাজে অবাধে অশ্লীলতার ব্যাপকতা আরো ছড়িয়ে দিতে দেশবিরোধী কুচক্রিরা ১৪ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে চুমু খাওয়া ঘোষণা দিয়েছে। অথচ তাদের বিরুদ্ধে পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয় নি। এটা অত্যান্ত হতাশাজনক। ’

 

তিনি বলেন, ‘আগামীকাল যে কোনো মূল্যে প্রকাশ্যে চুমু খাওয়ার অনুষ্ঠান প্রতিহত করে জাতির জনক বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাঠের পবিত্রতা রক্ষা করব।’

 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘১৯৮৩ সালে সামরিক সৈরাচারের বিরুদ্ধে প্রথম আন্দোলন ও আত্মাহুতির দিন ছিল ১৪ ফেব্রুয়ারি। এই দিনে নিহত হয়েছিলেন জয়নাল, জাফর, মোজাম্মেল আইয়ুবসহ নাম না জানা অনেকে। বিএনপি ক্রমাগত পচে যাওয়ায় কালের বিবর্তনে এই দিনটি সৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন না করে খালেদা জিয়ার উপদেষ্টা শফিক রেহমান ১৯৯৩ সালে যায়যায়দিন প্রত্রিকার মাধ্যমে এ দেশে ভ্যালেন্টাইন ডে পালন করছে। খালেদা জিয়া মার্কা পোশাক ও বেহায়া সাজ-গোজ বাজারজাত করে তরুণ-তরুণীদের অশ্লীলতায় নিমজ্জিত করা হচ্ছে।’

 

বক্তারা আরো বলেন, ভ্যালেন্টাইন ডে তথা বেহায়াপনা দিবস চালু করায় এ দিনে প্রকাশ্যে বেহায়াপনা, একজন আরেকজনকে জড়িয়ে ধরা, মদ খাওয়া, নাচানাচি করা, হোটেলগুলোতে ডিজেপার্টি করা, নিজেদের বিবস্ত্রভাবে উপস্থাপন করাসহ হাজারো অশ্লীলতার মাধ্যমে বাঙালির পারিবারিক-সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ  ধ্বংস করে দেওয়া হচ্ছে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাওলানা নূর মুহাম্মদ আহাদ আলী সরকার, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/আরিফ সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়