ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অস্তিত্ব টিকিয়ে রাখতে জঙ্গিদের নতুন কৌশল

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্তিত্ব টিকিয়ে রাখতে জঙ্গিদের নতুন কৌশল

নিজস্ব প্রতিবেদক : নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন কৌশল নিয়েছে জঙ্গিরা। রোহিঙ্গা মুসলমানদের নির্যাতিত হওয়ার বিষয়টি ব্যবহার করে জঙ্গিরা রোহিঙ্গাদের ভেতর থেকে কর্মী সংগ্রহ ও নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য আছে।

রোহিঙ্গারা যেন জঙ্গিবাদে জড়াতে না পারে সেজন্য আগে থেকেই নজরদারি আছে বলে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সানোয়ার হোসেন বৃহস্পতিবার রাইজিংবিডিকে বলেন, ‘রোহিঙ্গারা নানা অপরাধে জড়িয়ে গেছে সে ব্যাপারে গোয়েন্দাদের কাছে আগে থেকেই তথ্য আছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। আমাদের জানা আছে যে, দেশের তরুণদের মধ্য থেকে দলে লোক ভেড়ানোর ব্যাপারে জঙ্গিদেরকে বেশ বেগ পেতে হচ্ছে। ফলে মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গা মুসলিমদেরকে তারা সদস্য সংগ্রহের জন্য টার্গেট করেছে। এ কারণে রোহিঙ্গাদের ওপর বিশেষ নজর রাখা হয়েছে। রোহিঙ্গারা যাতে জঙ্গিবাদে জড়াতে না পারে সেজন্য পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থা কাজ করছে।’

তিনি বলেন, ‘গোয়েন্দাদের কাছে তথ্য আছে, কলকাতায় গ্রেপ্তার হওয়া ইদ্রিস, সালেহীনসহ কয়েকজন সেখান থেকেই বাংলাদেশে রোহিঙ্গাদেরকে দলে ভেড়ানোর জন্য কাজ করছেন। কলকাতা ও হায়দরাবাদ হয়ে তারা গোপনে রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাদেরকে উগ্রপন্থী করে তোলার চেষ্টা করছেন।’

তিনি আরো বলেন, ‘পশ্চিম মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা মুসলমানরা বিশ্বের মধ্যে সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু জাতি। রোহিঙ্গা তরুণদেরকে জঙ্গি দলে ভেড়ানোর উদ্দেশে তারা কাজ করছেন। রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হচ্ছে- এ কথা বলে তাদেরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। সালেহীন জেএমবির ভারত ও বাংলাদেশ শাখার প্রধান। এ ব্যাপারে তিনিই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।


রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়