ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রথম কার্যদিবসে বিনিয়োগকারীদের স্বস্তি

এন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২৯ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথম কার্যদিবসে বিনিয়োগকারীদের স্বস্তি

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সন্তোষজনক লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ হাত বদল হয় প্রায় ১৫ কোটি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের। ফলে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বাজার বিশ্লেষণ দেখা যায়, রোববার সকাল থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়ে সারা দিন অব্যাহত থাকে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক  ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার  ৪২৬ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে  ৪২৭ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ১৬২টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। একইভাবে তালিকাভুক্ত ৯২টি কোম্পানির শেয়ারের দর কমার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিকে আজ মোট শেয়ার লেনদেন হয়েছে  ১৪ কোটি ৯৩ লাখ   ৫৩ হাজার ৪১০টি।  শেয়ারগুলো হাত বদল হয়েছে ১ লাখ ১৩ হাজার ৬৭৮বার।

অন্যদিকে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রথম দিকে রয়েছে লার্ফাস সুরমা সিমেন্ট, এসপিসিএল, ইউনাইটেড ইয়ার, ইফাদ অটোস,ওএএল, জিপিএইচ ইস্পাত, ফার কেমিকেল, সিভিও প্রেট্রো কেমিকেল ও অ্যাপোলে ইস্পাত।

একইভাবে আজ দর হারানোর কোম্পানির তালিকায় প্রথম দিকে রয়েছে জিল বাংলা সুগার, ইউপিজিডিসিএল, মেঘনা পেইট, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং পূবালী ব্যাংক।

এদিকে সিএসইতে আজ মোট ১৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর লেনদেন হওয়া ২৩৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, দর কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।


রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৬/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়