ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মুশফিকের পর মাহমুদউল্লাহ

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুশফিকের পর মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুশফিকুর রহিমের পর এক হাজার রান পূর্ণ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪০ রানের ইনিংস খেলার পথে মাহমুদউল্লাহ মাইলফলকে পৌঁছান।

 

সর্বপ্রথম এ মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। এবারের বিপিএলেই হাজার রান পূর্ণ করেন মুশফিকুর। বিপিএল এখন পর্যন্ত মুশফিকুর রহিমের রান ৪৫ ম্যাচে ৪২ ইনিংসে ১১৭১। মাহমুদউল্লাহ রিয়াদ ৪৮ ম্যাচে ৪৪ ইনিংসে ১০১১ রান করেছেন। ২৭.১৩ গড়ে এ রান করেছেন মাহমুদউল্লাহ। সর্বোচ্চ রান ৬২।

 

মাইলফলকে পৌঁছতে আজ ২৯ রান প্রয়োজন ছিল মাহমুদউল্লাহর। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের বিপক্ষে অনায়েসে এ রান টপকে যান খুলনার অধিনায়ক। তবে ২৬ রানে রশীদের বলে মিডউইকেটে জীবন পেয়েছিলেন তিনি। সাইফউদ্দিনের লেন্থ বল মিডউইকেটে উড়িয়ে মেরেছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু বলের গতি বুঝতে না পারায় রশিদের হাত থেকে বল ফসকে বের হয়ে যায়। এরপর মাহমুদউল্লাহকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ৩৮ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।

 

বিপিএলের প্রথম দুই আসরে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ। ২৪ ম্যাচে চিটাগংয়ের জার্সিতে রান করেন ৪১৩। তৃতীয় আসরে বরিশালের জার্সিতে মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ১৩ ম্যাচে ২৭৯ রান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ধারাবাহিকভাবে দূত্যি ছড়িয়েছেন মাহমুদউল্লাহ। ডানহাতি এ স্পিনার বল হাতে নিয়েছেন ২৪ উইকেট।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৬/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়