ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পলিস্টার স্ট্যাপল ফাইবার উৎপাদনের উদ্যোগ

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পলিস্টার স্ট্যাপল ফাইবার উৎপাদনের উদ্যোগ

অর্থনৈতিক প্রতিবেদক : স্পিনিং মিলগুলোতে ব্যবহারের জন্য দেশেই পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) উৎপাদন করবে দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফাইবার লিমিটেড। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত উদ্যোক্তা প্রতিষ্ঠান কেমটেক্স, ইউএসএর সঙ্গে যৌথ উদ্যোগে এ কারখানা স্থাপন করা হবে। ১ হাজার কোটি টাকা যৌথ বিনিয়োগে দেশে প্রথমবারের মতো এ ধরনের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। দেশবন্ধু গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান এবং কেমটেক্স, ইউএসএর পক্ষে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সিন মা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, কেমটেক্স, ইউএসএর প্রেসিডেন্ট সিন মা, ভাইস প্রেসিডেন্ট অজয় দাস পুত্রি, দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান ও প্রধান অর্থ কর্মকর্তা এম এ বশির বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ‘পলিস্টার স্ট্যাপল ফাইবার পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল। ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে এ খাতে বিনিয়োগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

 

তিনি জানান, দেশেই ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে সরকার এপিআই শিল্পপার্ক গড়ে তুলছে। এর ফলে বাংলাদেশি ওষুধ বিদেশে রপ্তানির সুযোগ আরো বাড়বে।

 

চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাটে দেশবন্ধু ফাইবার লিমিটেড প্রকল্প বাস্তবায়ন করবে। ৩০ একর জমির ওপর কারখানা স্থাপন করা হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। এর মাধ্যমে প্রত্যক্ষভাবে ২ হাজার এবং পরোক্ষভাবে ন্যুনতম আরো ৬ হাজার লোকের কর্মসংস্থান হবে। প্রকল্পটি পুরোদমে চালু হলে, বছরে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) উৎপাদন করা সম্ভব হবে।

 

উল্লেখ্য, পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) দেশীয় স্পিনিং মিলগুলোর প্রধান কাঁচামাল। দেশে বর্তমানে এর বার্ষিক চাহিদা ৩ লাখ মেট্রিক টন। স্পিনিং মিলগুলো চাহিদার শতভাগ আমদানি করে থাকে। ফলে পিএসএফ আমদানিতে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। নতুন এ কারখানা চালু হলে, অভ্যন্তরীণ উৎপাদন থেকে মোট চাহিদার শতকরা ৪০ ভাগ যোগান দেওয়া সম্ভব হবে। এর ফলে স্পিনিং মিল মালিকরা আমদানি মূল্যের চেয়ে শতকরা ২০ ভাগ কমে দেশীয় পলিস্টার স্ট্যাপল ফাইবার পাবেন। এটি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৫/নিয়াজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়