ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রাইব্যুনাল স্থানান্তর না করতে আইন মন্ত্রণালয়ের চিঠি

মেহেদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ৩০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাইব্যুনাল স্থানান্তর না করতে আইন মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক : পুরাতন হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থানান্তর না করার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়।

 

রোববার আইন মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেক যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হওয়ায় এই ভবনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তাই বাংলাদেশের জনগণ চায় না এ ভবন থেকে ট্রাইব্যুনাল সরানো হোক। এটা সরানো হলে জনগণের মনে ক্ষোভের সৃষ্টি হবে বলে চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

 

এর আগে গত গত ১৮ আগস্ট আইন মন্ত্রণালয়কে ৩১ অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনাল স্থানান্তরে পদক্ষেপ নিতে চিঠি দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ অক্টোবর ২০১৬/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়