ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেলেন ক্রিকেটাররা

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ৪ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেলেন ক্রিকেটাররা

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় উপস্থিত খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাবৃন্দ

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। এমন খুশির দিনে ক্রিকেটারদের জন্য এক কোটি টাকা বোনাস ঘোষণা করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর পর জয় পায়। পাশাপাশি হোয়াইটওয়াশ করে তাদেরকে। তখনও প্রধানমন্ত্রী আরো এক কোটি টাকা বোনাস ঘোষণা করেন। এই দুই কোটি ও অন্যান্য বোনাস মিলিয়ে মোট ৮ কোটি ২৩ লাখ টাকার বোনাস পাওনা ছিল ক্রিকেটারদের।

তিনি আরো জানান, নব নির্মিত পদ্মা সেতুর পাশে আধুনিক একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। যেখানে খেলোয়াড়দের জন্য সব ধরণের সুযোগ সুবিধা থাকবে। পাশাপাশি কক্সবাজারেও একটি আধুনিক স্টেডিয়াম তৈরি হবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জুলাই ২০১৫/আমিনুল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়