ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআই প্রতিনিধিদলের যাত্রা

নাসির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২৭ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআই প্রতিনিধিদলের যাত্রা

অর্থনৈতিক প্রতিবেদক : হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পানি সম্মেলনে অংশগ্রহণ এবং বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে হাঙ্গেরি যাত্রা করেছে এফবিসিসিআই প্রতিনিধিদল।

 

রোববার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) থেকে
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

 

এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমদের নেতৃত্ব এ প্রতিনিধিদল শনিবার হাঙ্গেরির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 

এ ছাড়া হাঙ্গেরি অবস্থানকালে এফবিসিসিআই নেতারা  হাঙ্গেরির ব্যবসায়ী নেতাদের সঙ্গে ‘বিজনেজ টু বিজনেস’ সভায় যোগ দেবেন।

 

সভায় ‘বাংলাদেশ-হাঙ্গেরি: বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক’ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনসহ বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে ‘বাংলাদেশের ওষুধ খাত: সুলভ মূল্যের ওষুধের উৎস’ এবং বিজিএমইএর পক্ষ থেকে ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা’ শীর্ষক দুটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৬/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়