ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘দুদকের সাংগঠনিক কাঠামো সরকারের বিবেচনাধীন’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দুদকের সাংগঠনিক কাঠামো সরকারের বিবেচনাধীন’

সংসদ প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কার্যক্রমকে আরো গতিশীল করতে ২ হাজার ৫৬৭ জনের একটি সাংগঠনিক কাঠামো সরকারের সক্রিয় বিবেচনায় আছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ কথা বলেন সংসদকার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী।

মতিয়া চৌধুরী বলেন, ‘প্রয়োজনের তুলনায় জনবলস্বল্পতা সত্বেও দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম যথানিয়মে পরিচালনা করছে। বিদ্যমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের মোট জনবল ১ হাজার ৭৩ জন। এর মধ্যে অনুসন্ধান/তদন্ত কর্মকর্তার ৩৫৭টি পদের বিপরীতে বর্তমানে ২৯৬ জন কর্মরত আছেন। দুর্নীতি দমন কমিশনকে একটি দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন আইনকে যুগোপযোগী করেছে।’

তিনি আরো বলেন, ‘কমিশনের অনুসন্ধান/তদন্ত কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য দেশে-বিদেশে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সক্ষমতা অর্জনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের অনুকূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়