ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রথম জাতীয় বায়োক্যাম্প আনুষ্ঠিত

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৮ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রথম জাতীয় বায়োক্যাম্প আনুষ্ঠিত

অর্থনৈতিক প্রতিবেদক : প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউটে ‘প্রাইম ব্যাংক ব্রি প্রথম জাতীয় বায়োক্যাম্প ২০১৫’ অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্প থেকে নির্বাচিত পাঁচ শিক্ষার্থীকে ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড-২০১৬ এ অংশগ্রহণের জন্যে প্রাইম ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে।

 

এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে ধান গবেষণা ইনিস্টিটিউটের মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ সেপ্টেম্বর ২০১৫/নিয়াজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়