ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ইন্তেকাল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৯, ২১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

রোববার সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমিনুল হক দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন।

জ্যেষ্ঠ এই আইনজীবীর ভাতিজা ব্যারিস্টার অনিক আর হক রাইজিংবিডিকে বলেছেন, বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা হবে। রাজশাহীর গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।

ব্যারিস্টার আমিনুল হকক এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রাজশাহী-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য আমিনুল হক ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কাছে পরাজিত হন।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৯/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়