ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রিমিয়ার লিগে জিমির নতুন রেকর্ড

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৯, ২৯ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রিমিয়ার লিগে জিমির নতুন রেকর্ড

লেইচেস্টার সিটির স্ট্রাইকার জিমি বার্দি

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার মুখোমুখি হয় লেইচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও প্রিমিয়ার লিগে গোলের নতুন রেকর্ড গড়েছেন লেইচেস্টার সিটির জিমি ভার্দি। শনিবার ম্যানইউর বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে গোল করার মধ্য দিয়ে টানা ১১ ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েন তিনি।

 

এই গোলের ফলে ১৩ ম্যাচ থেকে ১৪ গোল নিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার স্থানটি দখলে রেখেছেন। ১০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এভারটনের রোমেলু লুকাকু।

 

এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রুড ফন নিস্তেলরুই টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছিলেন। তার সেই রেকর্ড ভেঙে জিমি নতুন রেকর্ড গড়লেন। ২০০৩ সালে নিস্তেলরুই টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছিলেন।

 

জিমিকে অভিনন্দন জানিয়ে নিস্তেলরুই এক টুইট বার্তায় লিখেন, ‘সাবাশ ভার্দি। তুমি এখন নাম্বান ওয়ান। তুমি এটার যোগ্য।’

 

এদিকে জিমি জানিয়েছেন রেকর্ড গড়ার বিষয়টি তার মাথায় ছিল না, ‘আসলে রেকর্ডের বিষয়টি আমার মাথায় ছিল না। বিষয়টা মাথায় থাকলে সেটা আমার পারফরম্যান্সে ব্যাঘাত ঘটাতে পারত। বিষয়টি নিয়ে বাসায় ফিরে চিন্তা করব। এখন আমি আমার খেলায় মনোযোগ দিতে চাই। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা আমি বজায় রাখতে চাই।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ নভেম্বর ২০১৫/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়