ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পয়েন্ট বেড়েছে বাংলাদেশের, কমেছে দ. আফ্রিকার

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৪, ৩ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পয়েন্ট বেড়েছে বাংলাদেশের, কমেছে দ. আফ্রিকার

চট্টগ্রাম টেস্টের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করায় র‌্যাংকিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। আর পয়েন্ট কমেছে দক্ষিণ আফ্রিকার।

 

দুই ম্যাচ সিরিজের একটি টেস্টেও পাঁচ দিন খেলা হয়নি। চট্টগ্রাম টেস্টে প্রথম তিন দিন দারুণ লড়াই হলেও শেষ দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়। ঢাকা টেস্টে তো চার দিনের খেলাই বৃষ্টির পেটে চলে যায়। ফলে দুটি টেস্টই নিষ্প্রাণভাবে ড্র হয়। এতে বাংলাদেশের লাভ হলেও বড় ক্ষতি হয়েছে দক্ষিণ আফ্রিকার।

 

এই সিরিজ শুরুর আগে র‌্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৪১। র‌্যাংকিংয়ে উন্নতি না হলেও দুটি টেস্ট ড্র হওয়ায় মূল্যবান ৬ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৪৭।

 

আর ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও র‌্যাংকিংয়ের শীর্ষেই রয়েছে প্রোটিয়ারা, তবে ৫ রেটিং পয়েন্ট কমেছে। সিরিজ শুরুর আগে তাদের রেটিং পয়েন্ট ছিল ১৩০। এখন কমে হয়েছে ১২৫।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৫/পরাগ/টিপু/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়