ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফরিদপুর-বরিশাল-পায়রা বন্দর রেললাইনের সম্ভাব্যতায় চুক্তি

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২৬ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরিদপুর-বরিশাল-পায়রা বন্দর রেললাইনের সম্ভাব্যতায় চুক্তি

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল এবং বরিশাল থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

 

রোববার রেলভবনে রেলওয়ে ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে এ সমঝোতা চুক্তি সই হয়।

 

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন রেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম ও চায়না কোম্পানির পক্ষে সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের সহকারী সভাপতি ওয়াং জিয়াংডং ।

 

এ চুক্তির আওতায় বাংলাদেশ রেলের জন্য ডিজাইনসহ ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণ এবং বরিশাল থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন।

 

ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেললাইন নির্মিত হলে বরিশালবাসী রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে । ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত লাইনটি প্রায় ১০০ কিলোমিটার।

 

প্রধানমন্ত্রীর ঘোষিত রেলের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে এটি একটি। রেলের মহাপরিকল্পনাতেও এ প্রকল্প অন্তর্ভুক্ত আছে।

 

সরকারি অর্থায়নের ভিত্তিতে চায়নার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি এ কাজ সম্পন্ন করবে। এ সমঝোতা সই ১২ মাস পর্যন্ত কার্যকর থাকবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৫/শফিক/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ