ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফিরছেন রোনালদো

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৭, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিরছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক: কোপা ডেল রের শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখেছিলেন জিনেদিন জিদান। শেষ ম্যাচ ড্র করলেও শেষ আট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে দুই লেগের কোনোটিতেই মাঠে নামেনটি পর্তুগিজ সুপারস্টার।

বুধবার কোপা ডেল রেতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। আগের ম্যাচে বিশ্রামে থাকলেও জিনেদিন জিদান সেল্টা ভিগোর বিপক্ষে রোনালদোকে সেরা একাদশে রেখেছেন। পূর্ণ শক্তির দল নিয়েই শেষ আটের লড়াইয়ে নামছে রিয়াল। সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রেতে ৩-৩ গোলে ড্রয়ের পর লা লিগায় ২-১ গোলে পরাজয়ের স্বাদ নেয় রিয়াল মাদ্রিদ। লা লিগায় প্রথম পরাজয়ের মধ্য দিয়ে টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ভাঙে তাদের।

ঘরের মাঠে আজ থেকে নতুন করে শুরু করতে চাইছে রিয়াল। রোনালদো ফিরলেও সেল্টা ভিগোর বিপক্ষে খেলতে পারবেন না গ্যারেথ বেল, পেপে ও হামেস রদ্রিগেজ। বেলের গোড়ালিতে সমস্যা। পেপে ও রদ্রিগেজের মাংশপেশির ইনজুরি। প্রসঙ্গত কোপা ডেল রেতে এ মৌসুমে এখনো গোলের খাতা খোলেননি সিআর সেভেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/টিপু/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়