ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিলিপাইনে ফেরিডুবিতে ৩৪ জনের মৃত্যু

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ২ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিপাইনে ফেরিডুবিতে ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ১৭৩ যাত্রী নিয়ে ডুবে গেছে একটি ফেরি। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে ফিলিপাইন কোস্টগার্ড।

আলজাজিরা অনলাইন খবরে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় শহর অরমোক থেকে ক্যামোটেস দ্বীপপুঞ্জে যাওয়ার পথে অরমোক উপকূলে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায় কিম নিরভানা নামের ফেরিটি। কোস্টগার্ডের ক্যাপ্টেন পেড্রো তিনামপে স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ডুবে যাওয়া ফেরির ৩৪ যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছেন তারা। এখনো নিখোঁজ রয়েছে ২১ জন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

তিনামপে আরো জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ১১৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

 

 

 রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৫/রাসেল পারভেজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়