ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ৩০ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়া ব্যর্থ হলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। শুক্রবার বিদেশি কূটনীতিকদের এক অনুষ্ঠানে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিয়াস এ কথা বলেছেন।

 

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী  বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্সের কিছু দায়িত্ব রয়েছে। এ কারণে ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনের জন্য প্যারিস তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

 

ফেবিয়াস বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে শান্তিরক্ষা ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের পরিকল্পনা করছে ফ্রান্স।  ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের পাশাপাশি তাদের প্রধান মিত্র আমেরিকা, ইউরোপ ও কয়েকটি আরব দেশের নেতারা আলোচনায় অংশ নেবেন। ’

 

তিনি বলেন, ‘যদি আমাদের এই শেষ প্রচেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেব।’

 

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহ ফ্রান্সের এ বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ফ্রান্সের স্বীকৃতি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখবে -তাতে কোনো সন্দেহ নেই।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়