ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কক্সবাজারে ৯৪ রানে হারল মেয়েরা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৯, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারে ৯৪ রানে হারল মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশকে আজ ২৫২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের চতুর্থ ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  মুখোমুখি হয়েছিল দুই দল।

টসে জিতে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন মিগনন ডি প্রিজ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন থাইরন। 


বাংলাদেশের হয়ে বল হাতে ৩ উইকেট নেন খাদিজাতুল কুবরা। ২টি উইকেট নেন রুমানা আহমেদ। ১ উইকেট নেন জাহানারা আলম।

জবাবে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ফলে এ ম্যাচে ৯৪ রানের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

 

সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। সফরকারীদের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। লো স্কোরিং তৃতীয় ওয়ানডেতে দারুণ এক জয় তুলে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। এই জয়ে দারুণ আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই আত্মবিশ্বাস ও ফুরফুরে মেজাজেই ছিল টাইগ্রেস শিবির। কিন্তু আজ হারের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডেতে ৩-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়