ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফেব্রুয়ারিতে ‘ভয়ংকর সুন্দর’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ১২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেব্রুয়ারিতে ‘ভয়ংকর সুন্দর’

ভয়ংকর সুন্দর সিনেমার দৃশ্য

রাহাত সাইফুল : ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ নির্মাণ করেছেন ‘ভয়ংকর সুন্দর’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও আশনা হাবিব ভাবনা। সিনেমাটি আজ ১২ জানুয়ারি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে সেন্সর সূত্রে জানা যায়।

বলা হচ্ছে, ‘ভয়ংকর সুন্দর’ নতুন বছরের অন্যতম প্রতীক্ষিত বাংলা সিনেমা। ইতিমধ্যেই সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটছে ছোট পর্দার অভিনেত্রী ভাবনার। এ ছাড়া ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়েরও এটি বাংলাদেশে প্রথম সিনেমা।  

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনিমেষ আইচ রাইজিংবিডিকে বলেন, ‘আজ ভয়ংকর সুন্দর সেন্সরে জমা দিয়েছি। কবে সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে তা জানি না। সেন্সর ছাড়পত্র হাতে পেলেই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করবো।’

তিনি আরো বলেন, ‘আমার পরিচালনায় ‘জিরো ডিগ্রী’ ৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। অনুমতি পেলে ‘ভয়ংকর সুন্দর’ও ফেব্রুয়ারি মাসেই মুক্তি দিতে চাই।’

কথাসাহিত্যিক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে ‘ভয়ঙ্কর সুন্দর’ নির্মিত হয়েছে। সিনেমায় আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, দিহান, অ্যালেন শুভ্র, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ। এরই মধ্যে সিনেমাটির টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি। বড় পর্দার পাশাপাশি নির্দিষ্ট সময় পরে আরটিভিতেও সিনেমাটি দেখতে পাবেন দর্শক।



রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৭/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়