ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফের ভূমিকম্প, আতঙ্ক (ভিডিও)

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ২৬ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফের ভূমিকম্প, আতঙ্ক (ভিডিও)

রোববার দুপুরে ফের ভূমিকম্প হলে আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসে

নিজস্ব প্রতিবেদক :  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার দুপুর সোয়া ১টায় এ ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল নেপালের কেদরির ১৭ কিলোমিটার দক্ষিণে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।

 

গতকাল শনিবারও ভূমিকম্প অনুভূত হয়। দুপুর সোয়া ১২টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯। তবে এর আগে জানানো হয়েছিল, এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। নেপালের পোখারার কেন্দ্রস্থলে এর গভীরতা ছিল ১১ দশমিক ৯ কিলোমিটার।

 

দ্বিতীয় দফার এ ভূমিকম্পে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অফিস, বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়ে সবাই।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, বসুন্ধরার আবাসিক এলাকার একটি ভবন হেলে পড়েছে। একই সঙ্গে ধানমন্ডির রাপা প্লাজা ও অর্কিড প্লাজা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৫/ইয়াসিন/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়