ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আবাসনের জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবাসনের জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে

নিজস্ব প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাই তাদের আবাসনের জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্প্রেডা), এক্সপোনেট এক্সিবিশন ও পাওয়ার সেল আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আবাসনের জন্য নানা ধরনের প্রকল্প হাতে নিয়েছেন। ইতিমধ্যে উত্তরা ও পূর্বাচল প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুত এগিয়ে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায়ও সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে রাজধানীতে পরিবেশবান্ধব ভবন নির্মাণ করা হবে। সেই সব ভবনে থাকবে সোলার বিদ্যুৎ ব্যবস্থা।

স্প্রেডার চেয়ারম্যান আনারুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সপোনেট এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৭/হাসিবুল/এসএন/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়