ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধু ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা : শামসুজ্জামান খান

আশরাফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৩১ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা : শামসুজ্জামান খান

জবি প্রতিনিধি : বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেছেন, বঙ্গবন্ধুকে স্বাধীনতার সংগ্রাম ও অর্জন থেকে পৃথক করে দেখার সুযোগ নেই। এ দুটি একই সূত্রে গাঁথা।

 

সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক একক বক্তৃতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

শামসুজ্জামান খান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান একদিনে বঙ্গবন্ধুতে পরিণত হননি। শৈশব থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধের অবস্থান নিতেন। তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা ছিল। এছাড়া দেশের মানুষের প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা। এ কারণে তিনি এগিয়ে গেছেন।

 

জবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তৃতা অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৫/আশরাফুল/রহমান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়