ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বছরটা যেমন কেটেছে দেশের ক্রিকেটের

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৩১ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বছরটা যেমন কেটেছে দেশের ক্রিকেটের

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল মুশফিক ও মাশরাফি

ইয়াসিন হাসান : ২০১৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে (২০১৫) আমন্ত্রণ জানাতে ব্যস্ত সবাই। নতুন বছর নতুন দিন নতুন সময়। সব কিছুই নতুন। পুরাতন ভুলকে শুধরে নতুন বছরে প্রবেশ করাই প্রত্যেকটি মানুষের একান্ত প্রচেষ্টা। সেই কাজটিই করছেন প্রত্যেকে। বছর শেষে লাভ-লোকসানের হিসাব সবাই করে থাকে। বাদ যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটাঙ্গনও। দেশের ক্রিকেটের সাফল্য আর ব্যর্থতার গল্প তুলে ধরছে রাইজিংবিডি’র ক্রীড়া বিভাগ।

শ্রীলঙ্কা সিরিজ: ২০১৩ সালে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বছরের শেষ দিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইট-ওয়াশ করে বাংলাদেশ। কিন্তু ২০১৪ সালের শুরুটা ছিল বেদনাময়। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এর আগে টেস্ট সিরিজ (১-০) জিতে নেয় সফরকারীরা।

  • ২০১৪ সালে ৭ টেস্টে বাংলাদেশ জিতেছে ৩ টেস্টে। হেরেছে সমান সংখ্যক ম্যাচে আর ড্র হয়েছে এক টেস্ট।

 

  • ২০১৪ সালে ১৮ ওয়ানডেতে বাংলাদেশ ১২ পরাজয়ের বিপরীতে জয় পেয়েছে মাত্র ৫ ম্যাচে। ১টি ম্যাচে ফল অমিমাংসিত থাকে।

 

 

  • ১০ টি-টোয়েন্টি ম্যাচের ২টিতে জয় ও ৭টিতে হারে বাংলাদেশ। আর ফল হয়নি একটিতে।

 

  • ২০১৪ সালে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ৭ টেস্টে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি, ৫টি ফিফটিসহ ৬১৪ রান করেছেন মুমিনুল হক। দ্বিতীয় সর্বোচ্চ তামিম ইকবাল ৫২২ ও মুশফিকুর রহিম ৪৩৩ রান করেছেন।

 

  • টেস্টে সবচেয়ে বেশি ২৭ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া ৫ টেস্টে ২৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

 

  • ১৮ ওয়ানডেতে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিসহ সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম (৭০৪)।  দ্বিতীয় সর্বোচ্চ ৬৩১ রান এনামুল হক বিজয়ের।

 

  • ১২ ওয়ানডেতে সর্বোচ্চ ২১ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ১২ ম্যাচে মাশরাফির উইকেট ১১। আর আল-আমিন হোসেন নিয়েছেন ১৭ উইকেট।  

  • ১০ টি-টোয়েন্টিতে ২৮৫ রান করে সবার উপরে রয়েছেন এনামুল হক বিজয়।  যা ২০১৪ সালের চতুর্থ সর্বোচ্চ রান।

 

  • ৯ টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের উইকেট ১১। ৮ ম্যাচে আল-আমিন নিয়েছেন ১০ উইকেট ও মাশরাফির ঝুলিতে রয়েছে ৭ উইকেট।





রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৪/ইয়াসিন/খাদেমুল/নেছার/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়