ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বদলে যাবে কক্সবাজার : মন্ত্রিপরিষদ সচিব

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৪ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বদলে যাবে কক্সবাজার : মন্ত্রিপরিষদ সচিব

কক্সবাজার প্রতিনিধি : ‘নৈসর্গিক সৌন্দর্যের পটভূমি কক্সবাজারের রয়েছে অপার সম্ভাবনা। পর্যটনশিল্প ছাড়া অন্যান্য খাতেও দেশের অর্থনীতিতে কক্সবাজারের ভূমিকা অপরিসীম। বর্তমান সরকারও সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চায়।’

 

কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

 

শুক্রবার রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা-সংক্রান্ত জেলা কোর কমিটির বিশেষ সভা শেষে মুখ্য সচিব আরো বলেন, এ জন্যই কক্সবাজারকে এগিয়ে নিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। এ ছাড়া কক্সবাজারের আপামর জনগণকে সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। তবেই বদলে যাবে কক্সবাজার।

 

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোশাররাফ হোসাইন ভূইঞা আরো বলেন, দিন-তারিখ বেঁধে দিয়ে উন্নয়ন সম্ভব নয়। কক্সবাজারের সমস্ত প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এ জেলার প্রতিটি কাজ প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন। রোহিঙ্গা সমস্যারও স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করছে সরকার।

 

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ।

 

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সোবাহান, পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড  এবং সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

 

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/৫ সেপ্টেম্বর ২০১৫/সুজাউদ্দিন রুবেল/সনি/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়