ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিসমিল্লাহ খানের পাঁচটি সানাই চুরি

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসমিল্লাহ খানের পাঁচটি সানাই চুরি

আন্তর্জাতিক ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খানের পাঁচটি সানাই চুরি হয়েছে। বারনাসিতে ছেলে কাজিম হুসেনের বাসা থেকে এ সানাইগুলো চুরি হয়েছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

 

চুরি যাওয়া সানাইগুলোর মধ্যে চারটি ছিল রুপার তৈরি, আর অপরটি ছিল রুপা ও কাঠের মিশ্রণে তৈরি। এছাড়া পদক হিসেবে পাওয়া একটি রুপার প্লেট ও দুটি সোনার বালাও চুরি গেছে।

 

কাজিম হুসেন জানান, সম্প্রতি তারা তাদের পুরাতন বাড়িটি বদলেছেন। গত ৩০ নভেম্বর বারনাসির পুরনো বাড়িটি তালাবদ্ধ করে তারা নতুন বাড়িতে যান। রোববার রাতে তারা বাসায় ফিরে তালা ভাঙ্গা দেখতে পান। বাড়িতে ঢোকার পর তারা সানাই ও পদক চুরির বিষয়টি জানতে পারেন।

 

এ ঘটনায় কাজিম থানায় এফআইআর করেছেন। ফরেনসিক বিশেষজ্ঞরা তল্লাশি চালাচ্ছেন।

 

বিসমিল্লাহ খানের নাতি রাজি হাসান জানিয়েছেন, এই সানাইগুলো পরিবারের জন্য অন্যরকম অর্থ বহন করতো। রুপার চারটি সানাই প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও শৈলেশ ভগত এবং কংগ্রেস নেতা কপিল সিবাল উপহার হিসেবে দিয়েছিলেন।

 

কাজিম হুসেন জানান, রুপা ও কাঠের তৈরি সানাইটি ছিল বিসমিল্লাহ খানের নিজস্ব। এটি তিনি মহরম মাসে বাজাতেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়