ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশ চাইলে গ্যাস দেবে ইরান

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৫, ১ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ চাইলে গ্যাস দেবে ইরান

আলোচনা সভায় ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভাইজি

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভাইজি বলেছেন, পাকিস্তানের সঙ্গে গ্যাসের পাইপলাইন টানা নিয়ে তার দেশের সমঝোতা হচ্ছে। এটা ভারতের সঙ্গেও হবে। বাংলাদেশ চাইলে গ্যাস দেওয়া সম্ভব।

 

তিনি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘টক উইথ ইরান অ্যাম্বাসেডর’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন।

 

আব্বাস ভাইজি বলেন, বাংলাদেশের সঙ্গে ইরানের অনেক ভালো সম্পর্ক রয়েছে। এ দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অনেক ক্ষেত্র রয়েছে। ইরানের ওপর অবরোধ উঠে গেলে বাংলাদেশ এবং ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সুযোগ হবে।

 

তিনি বলেন, সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ বছর বাংলাদেশের অনেক মন্ত্রী ইরান ভ্রমণ করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৫/মামুন/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়