ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৫ টাকার চেক দিয়ে টয়লেট ব্যবহার!

এসএস জামিল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১২, ৭ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫ টাকার চেক দিয়ে টয়লেট ব্যবহার!

এসএস জামিল : ভদ্রলোকের টয়লেট যাওয়ার বেগ পেয়েছিল বেশ। কিন্তু পকেটে খুচরা টাকা ছিল না। ছিল এইচডিএফসি ব্যাংকের চেক। কী আর করবেন, পাবলিক টয়লেট ব্যবহার করে বিল পরিশোধে পাঁচ টাকার চেক কেটে দিলেন তিনি। ভারতের মাদুরাইয়ে এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয় গণমাধ্যমের খবর, গত ৮ নভেম্বর ভারতে 'নোট বাতিল' ইস্যুতে বিপদে পড়ে সাধারণ মানুষ। অনলাইন, পিটিএম নানা মাধ্যমে লেনদেন হচ্ছে কোনো মতে। এমনকি মন্দির, মসজিদের লেনদেনও মোবাইল একাউন্টের মাধ্যমেই সম্পন্ন হচ্ছে। ব্যাংকে গচ্ছিত নিজের টাকাই পাচ্ছেন না সেখানকার জনতা। খুচরা টাকার একেবারেই আকাল চলছে সেখানে। এ অবস্থায় এমন বিচিত্র সব ঘটনার সম্মুখীন হচ্ছেন ভারতীয়রা।

 

পাঁচ টাকার চেক দেওয়া সেই ব্যক্তি এক সাক্ষাতকারে বলেন, 'ওই মুহুর্তে আমার টয়লেট যাওয়া জরুরি ছিল। আর কদিন ধরে খুচরা টাকার এমন আকাল দাঁড়িয়েছিল যে, আমার কাছে কিছুই ছিল না। বাধ্য হয়ে পকেটে থাকা চেক কেটে টয়লেটের বিল পরিশোধ করি আমি।'

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৬/এসএসজে/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়