ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা

জহির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক : আসন্ন বাংলাদেশ নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের প্রোটিয়া নারী দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল সোমবার ঢাকায় পা রাখবে ডেন ভ্যান নাইকার্কের দল। সফর শেষে আগামী ২১ জানুয়ারি দেশে ফিরে যাবে দক্ষিণ আফ্রিকা নারী দল।

 

এরআগে শনিবার হোম সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রোটিয়াদের বিপক্ষে সেরাটা দিতে ইতিমধ্যেই কক্সবাজারে প্রস্তুতি সেরে নিচ্ছে রুমানা আহমেদের দল।

 

এদিকে সোমবার ঢাকায় প্রোটিয়া নারী দল আসলেও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি। এরপর বাকি ম্যাচগুলোতে পর্যায়ক্রমে ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি মুখোমুখি হবে উভয়দল। আর সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

 

দক্ষিণ আফ্রিকা নারী দল: ডেন ভ্যান নাইকার্ক (অধিনায়ক), মিগনন ডু প্রিজ, সুন লুস, মারিজান ক্যাপ, মসলিন ডেনিয়েলস, মার্সিয়া মাতসিপি লেতসাওলা, ওডিন কার্স্টেন, লিজেল লি, ইয়োলানি ফোরি, আদ্রিয়ে স্টেইন, আয়োবোঙ্গা খাকা, ক্লো ট্রাইওন, সিনালো জাফটা ও লারা গুডঅল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৭/জহির/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়