ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চবিতে দুদিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

জোবায়ের চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ৬ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চবিতে দুদিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুইদিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

 

ফলে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ভর্তি সংক্রান্ত তথ্য আপলোড করা যাচ্ছে না। এতে ভর্তি সংক্রান্ত তথ্য পেতে গিয়ে অনেককে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় রাস্তার কাজ করতে গিয়ে বিটিসিএলের ইন্টারনেট লাইন কাটা পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয় এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাস্তা কাটার সময় ইন্টারনেটের লাইনও সম্ভাবত কেটে গেছে। আমরা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি। আজ বিকেল নাগাদ ইন্টারনেট সংযোগ ঠিক হয়ে যাবে।’

 

 

রাইজিংবিডি/চবি/৬ নভেম্বর ২০১৬/জোবায়ের চৌধুরী/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়