ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাণিজ্য সচিবের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২২ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্য সচিবের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক : আগামী অক্টোবরে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টস (এসএএফএ) এর আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে।

 

এজন্য সরকারের সহযোগিতা চেয়েছে দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি)।

 

মঙ্গলবার সংগঠনের প্রেসিডেন্ট আবু সাঈদ মো. শায়খুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সঙ্গে তার কার্য্যালয়ে সাক্ষাৎ করে এ সহযোগিতা চেয়েছে। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ইনস্টিটিউটের কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম  এবং পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুস সালেহীন উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতকালে আইসিএমএবি’র প্রেসিডেন্ট ইনস্টিটিউটের চলমান কার্যক্রম সম্পর্কে এবং সাফা’র আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে বাংলাদেশে আয়োজনের লক্ষ্যে সিনিয়র সচিব মহোদয়ের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। আইসিএমএবি আগামী ১৮-১৯ অক্টোবর ২০১৫  প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সার্কভূক্ত দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন।

 

সাক্ষাতকালে বাণিজ্য সচিব দেশে অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়ন কামনা করেন এবং সাফা আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।




রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৫/হাসনাত/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়