ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাপকা বেটা!

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৪ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাপকা বেটা!

বাবা রাহুল দ্রাবিড় ও ছেলে সামিত দ্রাবিড় (ফাইল ছবি)

ক্রীড়া ডেস্ক : ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের নির্ভরতার প্রতীক হিসেবে ব্যাটিং করেছেন তিনি। ১৬৪টি টেস্ট খেলে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ১৩ হাজার ২৮৮ রান করেছেন। সেঞ্চুরি আছে ৩৬টি। ওয়ানডেতে ৩৪৪ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১০ হাজার ৮৮৯ রান। শতরানের ইনিংস আছে ১২টি। বিশ্ব ক্রিকেটে খ্যাতি পেয়েছেন ‘দ্য ওয়াল’ নামে।

 

পাঠকরা হয়তো এতক্ষণে বুঝে গেছেন- কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের কথা। তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আধুনিক যুগের এই ক্লাসিক্যাল ব্যাটসম্যান। তবে দ্রাবিড় যেন ফুরিয়ে যাননি, বাপের ছায়া দেখা যাচ্ছে জুনিয়র দ্রাবিড়ের মধ্যেও। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজের জাত চেনাতে শুরু করেছেন দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়।

 

ব্যাঙ্গালুরুতে চলমান অনূর্ধ্ব-১২ গোপালান চ্যালেঞ্জ কাপে শুরু থেকেই নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন সামিত। নিজের স্কুল মালিয়া অদিতি ইন্টারন্যাশনালের হয়ে নিজের প্রথম ম্যাচেই নিউ হরিজন পাবলিক স্কুলের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলেন জুনিয়র দ্রাবিড়। পাশাপাশি সতীর্থ এক ব্যাটসম্যানের সঙ্গে ১১৪ রানের জুটিও গড়েন। তার দল ১৬ ওভারে পায় ২১০ রানের বড় সংগ্রহ। সামিতরা ম্যাচটিও জেতে ১১৪ রানের বড় ব্যবধানে।

 

শুক্রবার নিজের দ্বিতীয় ম্যাচে আরো উজ্জ্বল সামিত, ছাড়িয়ে যান নিজের আগের ইনিংসকেও। এবার দিল্লি পাবলিক স্কুলের বিপক্ষে খেলেছেন ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস। সামিতের দারুণ ব্যাটিংয়ে মালিয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুল ১৬ ওভারে ৩ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। এই মাচেও বড় জয় পায় তার স্কুল, দিল্লি পাবলিক স্কুলকে ৬২ রানে হারায় তারা।

 

মাত্র ৯ বছর বয়সেই যেভাবে ধারাবাহিকতা ধরে রেখে খেলছেন, বড় জুটি গড়ে তুলছেন, দলের প্রয়োজনে অবদান রাখছেন, তাতে একদিন সামিতের মাঝেই হয়তো দেখা যাবে ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড়কে!  

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৫/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়