ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বার্সাতেই থাকতে চান রাকিটিচ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সাতেই থাকতে চান রাকিটিচ

ক্রীড়া ডেস্ক : বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৯ সাল পর্যন্ত বার্সেলোনাতে থাকার কথা ইভান রাকিটিচের। কিন্তু সম্প্রতি ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের ক্লাব ছাড়ার গুঞ্জন বাতাসে ভাসছে।

তবে ক্লাব ছাড়ার সেই গুঞ্জন উড়িয়ে দিলেন রাকিটিচ। স্বপ্নের ক্লাব বার্সেলোনাতেই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। কোপা দেল’রেতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর এমনটাই জানিয়েছেন ২৮ বছর বয়সি এ তারকা।

নিজের ভবিষ্যত নিয়ে রাকিটিচ বলেন, ‘আশা করছি এই ক্লাবে আমি আরও অনেক বছর চালিয়ে যেতে পারবো। আমি বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাই।’

দারুণ ফর্ম থাকলেও নিজের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন রাকিটিচ। এ প্রসঙ্গে ক্রোয়েশিয়ান তারকা জানান, ‘আমাকে সবসময় চিন্তিত থাকতে হয়। কেননা আমি সবসময় খেলতে চাই। তবে কোচের উপর আমার পরিপূর্ণ আস্থা রয়েছে। আমাকে আরও কাজ করতে হবে নিজের উপর আমার আস্থা রয়েছে।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১৩টি লা লিগা ম্যাচ খেলেছেন রাকিটিচ। এবার সব প্রতিযোগিতায় মোট ২৬ ম্যাচে মাঠে নেমেছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়