ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দিনশেষে ইংল্যান্ড ২৮৮

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৮ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনশেষে ইংল্যান্ড ২৮৮

ক্রীড়া ডেস্ক : অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংল্যান্ডের কিটন জেনিংস। তার সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলে চতুর্থ টেস্টের প্রথম দিন শেষ করেছে। বেন স্টোকস ২৫ ও জস বাটলার ১৮ রানে অপরাজিত আছেন। তারা দুজন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

 

বৃহস্পতিবার ইংল্যান্ড টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উদ্বোধনী জুটিতে অ্যালিস্টার কুক ও জেনিংস ৯৯ রান সংগ্রহ করেন। এরপর ব্যক্তিগত ৪৬ রানে আউট হয়ে যান কুক। ১৩৬ রানের মাথায় ফেরেন জো রুট (২১)। এরপর জেনিংসের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন মঈন আলী।

 

২৩০ রানের মাথায় ব্যক্তিগত ৫০ রানে সাজঘরে ফেরেন মঈন আলী। একই রানে ব্যক্তিগত ১১২ রানে আউট হন কিটন জেনিংস। ২৪৯ রানে জনি বেয়ারস্টো (১৪) ফিরে যাওয়ার পর হাল ধরেন স্টোকস ও বাটলার। তারা দুজন মিলে দিনের বাকি সময় পার করেন। দিনশেষে ইংল্যান্ডের স্কোরবোর্ড ৯৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৮ রান।

 

ইংল্যান্ডের যে ৫টি উইকেটের পতন ঘটেছে বল হাতে তার চারটিই নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। অপর উইকেটটি নিয়েছেন রবীন্দ্র জাদেজা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়