ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাল্যবিয়ে মুক্ত ঘোষণা নীলফামারীর ১৫ ইউনিয়ন

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ২৯ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাল্যবিয়ে মুক্ত ঘোষণা নীলফামারীর ১৫ ইউনিয়ন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও নীলফামারী পৌরসভাকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে।

 

রোববার দুপুরে নীলফামারী হাইস্কুল মাঠে উপস্থিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সুধীজন, অভিভাবক, শিক্ষক এনজিও, জনপ্রতিনিধি সিভিল সোসাইটি, রাজনীতিবিদ, কাজী, ইমাম, পুরোহিত, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণিপেশার মানুষকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর।

 

শপথের পর তিনি বেলুন ফ্যাষ্টুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস, জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ প্রমুখ।

 

সদর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

 

 

রাইজিংবিডি/নীলফামারী/২৯ মে ২০১৬/ইয়াছিন মোহাম্মদ সিথুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়